শুঁটকি খেলে ক্যান্সার হয়
এই অভিযোগ আর নয়।
শুঁটকি! বাংলাদেশের ঐতিহ্য। ভালোভাবে রান্না করতে পারলে শুঁটকি অমৃত সম। রুচি বর্ধক খাবার হিসেবেও শুঁটকির রয়েছে বেশ সুনাম। কিন্তু এই ঐতিহ্যবাহী খাবারটিই এখন অনেকে খেতে চান না ক্যান্সার হবার ভয়ে। কারন দীর্ঘদিন ধরে সংরক্ষণ করার জন্য শুঁটকিতে অনেক ব্যবসায়ীই নানা ধরনের ক্যামিকেল মিশিয়ে থাকেন। আর এই ক্যামিকেলের প্রভাবেই মানব দেহে ক্যান্সার সহ নানাবিধ রোগ হয়ে থাকে।
তবে এমন আর হবেনা। Shutkiz নিশ্চিত করছে ১০০% ক্যামিকেল ফ্রী, ধুলো-বালি মুক্ত স্বাস্থ্যকর শুঁটকি। বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে উৎপন্ন হয় শুটকিজের প্রতিটি শুঁটকি। তাই ক্যান্সারের ভয়ে শুঁটকির স্বাদ যারা ভুলতে বসেছেন তারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন শুটকিজের শুঁটকি।
0
days
00
hr
00
min
00
sc