হূনি রাঁধনত গুনী হন?
রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২১ নভেম্বর ২০২১।
শুটকীর নাম আসলে প্রথমেই নাম আসে চট্টগ্রামের। কারন চট্টগ্রামের মানুষ যেমন শুটকী খেতে বেশী পছন্দ করেন তেমনি শুটকীর আসল স্বাদও তাদের রান্নাতেই পাওয়া যায়। বলা চলে শুটকী রান্নাকে চট্টগ্রামের রাঁধুনিরা একটা শিল্পের পর্যায়েই পৌঁছে দিয়েছেন।
কিন্তু আর কত সেই শুধু ঘরের মধ্যে নিজের পরিবারের জন্যই শুঁটকি রান্না করা?? এখন সময় এসেছে আপনার হাতের জাদু সবাইকে দেখানোর!!
সেরা শুটকী রাঁধুনিদের জন্য আসছে চমক!! কে হচ্ছেন সেরা শুটকী রাঁধুনি? Shutkiz – The premium taste of shutkies এর পৃষ্ঠপোষকতায় Plan B আয়োজনে ২৬শে নভেম্বর ২০২১ তারিখ হতে শুরু হতে যাচ্ছে সেরা শুটকী রাঁধুনি প্রতিযোগীতা। আমরা এই প্রতিযোগিতার নাম দিয়েছি “হূনি রাঁধনত গুনী হন?”। চট্টগ্রামের গুনী শুটকি রাধুনিকে খুঁজে বের করাই আমাদের লক্ষ্য।
আপনি যদি মনে করেন আপনি একজন স্পেশাল শুটকি রাঁধুনি তাহলে এখনি নিচের গুগল ফর্মটি পূরণ করে রেজিস্ট্রেশন করে ফেলুন।
এই পুরো প্রতিযোগীতাটি তিন পর্বে বিভক্ত থাকছে৷ নিজের শুঁটকি রান্নার দক্ষতার সাক্ষর রেখেই আপনাকে প্রতিটি ধাপ পার হতে হবে। ফাইনাল পর্বটি অনুষ্টিত হবে চট্টগ্রামের বিশিষ্ট জনদের উপস্থিতিতে নগরীর কোন রেস্টুরেন্টে বা স্টুডিওতে। সাথে থাকবে আরো নানা আয়োজন।
প্রতিযোগীতার বিজয়ীদের জন্য থাকছে বিশেষ সম্মাননা এবং আকর্ষনীয় পুরষ্কার। এছাড়াও থাকছে আরো অনেক চমক,তাই দেরি না করে এখনি রেজিস্ট্রেশন করুন।
নিয়মাবলীঃ
- এনাউন্সের মাধ্যমে গুগল ফর্মে রেজিস্ট্রেশন করার মাধ্যমে প্রাথমিক পর্বের জন্য প্রতিযোগী নির্বাচন করা হয়।
- ১ম পর্ব হবে সম্পূর্ণ অনলাইনে। সেখান থেকে ২০ জনকে ২য় পর্বের জন্য নির্বাচন করা হবে।
- ২য় পর্বের জন্য নির্বাচিত ২০ জনকে শুটকিজের পক্ষ থেকে একটি প্রিমিয়াম গিফট বক্স পাঠানো হবে যেখানে ৩/৪ প্রকার শুটকি থাকবে।
- ২য় পর্বটি হবে অনলাইন ও অফলাইন মিলিয়ে। বিস্তারিত নিয়মাবলী পরবর্তীতে জানানো হবে।
- ২য় পর্ব থেকে ৭ জন প্রতিযোগীকে ফাইনালের জন্য নির্বাচন করা হবে।
- ফাইনাল হবে সম্পূর্ণ অফলাইনে, প্ল্যান বি কর্তৃক নির্ধারিত স্থানে।
- ফাইনালে চট্টগ্রামের বিশিষ্ট্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন এবং তাদের রায়ের ভিত্তিতেই ১ম, ২য় ও ৩য় নির্বাচন করা হবে।
- বিজয়ী ৩ জনকে শুটকীজের পক্ষ থেকে ক্রেস্ট ও পুরষ্কার প্রদান করার মাধ্যমে প্রতিযোগীতার সমাপ্তি ঘোষনা করা হবে।