মিক্স শুঁটকি রেসিপি, রেসিপি

মিক্সড শুঁটকি এবং বেগুনের মরিচ খোলা।

রেসিপি নাম:- মিক্সড শুঁটকী ও বেগুনের মরিচ খোলা।

Shutkiz নিবেদিত

হুঁনি রাঁধনত গুনী হন

নাহিদ আফসানা রিমি

আজ শেষ দিনে আপনাদের জন্য নিয়ে এলাম একদম সাদামাটা তবে দারূন সুস্বাদু রেসিপি।

রেসিপি নাম:- মিক্সড শুঁটকি এবং বেগুনের মরিচ খোলা।

উপকরণ –

  • মিক্সড শুটকী ৫০ গ্রাম
  • বেগুন মাঝারি – ৩ টি
  • পেয়াজ – ১কাপ
  • রসনু- ১টি
  • কাচাঁ মরিচ -৪/৫ টি
  • মরিচ গুড়ো- ১চা চামচ
  • হলুদ গুড়ো- ১/২ চামচ
  • ধনে গুড়ো- ১/২ চামচ
  • তেল-২ টেবিল চামচ
  • লবণ – পরিমান মত
  • ধনেপাতা- পরিমান মত

প্রস্তুত প্রণালী-

প্রথমে শুটকী ভাল করে পরিষ্কার করে হালকা গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর ভাল করে ধুয়ে নিতে হবে। এখন চুলায় হাড়ি বসিয়ে প্রথমে তেল গরম করে এতে পেয়াজ, রসুন ও কাচাঁ মরিচ ভেজে নিয়ে এতে মরিচ, হলুদ, ধনিয়া গুড়ো ও লবন দিতে হবে এরপর শুঁটকী দিয়ে ভাল করে কষিয়ে নিয়ে বেগুন দিতে হবে।

বেগুন ও শুঁটকী ভাল করে কষিয়ে নিয়ে অল্প পানি দিয়ে রাননা করে একদম ভূনা ভূনা করে নিতে হবে।সব শেষে ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে।

এখন গরম গরম ভাত সাথে লেবু ও পেয়াজ দিয়ে গপাগপ খেয়ে নিন মজাদার এই রেসিপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *