লইট্টা শুঁটকি রেসিপি

নাগা মরিচ দিয়ে লইট্টা শুটকির ঝাল ফ্রাই 

নাগা মরিচ দিয়ে লইট্টা শুটকির ঝাল ফ্রাই 

আসসালামু আলাইকুম। আমি নাজমা সরোয়ার চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার শুটকি। নাগা মরিচ দিয়ে শুটকি ঝালফ্রাই নিয়ে এলাম। চট্টগ্রামের সবাই কম বেশী সবাই শুটকি পছন্দ করে। আশা করি এ রেসিপিটি সবার ভালো লাগবে।

Shutkiz নিবেদিত

হুঁনি  রাঁধনত গুনী হন

নাজমা সরওয়ার

রেসিপির নাম : নাগা মরিচ দিয়ে লইট্টা শুটকির ঝাল ফ্রাই

উপকরণ পরিমাণ :

১. লইট্টা শুটকি(৫০)গ্রাম
২.তেল (৪ টেবিল চামচ)
৩.পেঁয়াজ কুচি ১কাপ
৪.রসুন (৫ – ৬খোয়া)
৫.নাগা মরিচ ৩ টি
৬.লাল মরিচের গুঁড়া( ২ টেবিল চামচ)
৭.হলুদ গুঁড়ো( ১ চা চামচ)
৮.লবণ (পরিমাণমতো)
৯.ধনেপাতা কুচি (পরিমাণমতো)
১০.সাজানোর জন্য (টমেটো, পেঁয়াজ, গাজর)

প্রস্তুত প্রণালীঃ

১.প্রথমে লইট্টা শুটকি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। লইট্টা শুটকি লবণ ও হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নেব।
২.প্রথমে একটি ফ্রাইপেনে ৪টেবিল চামচ তেল দিব।
৩.তারপর পেঁয়াজ ও রসুন দিয়ে ভেজে নিব। এবার লাল মরিচ ও হলুদ গুড়া একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিব।
৪.এরপর ভালোভাবে কষানো হলে শুটকি দিয়ে১ মিনিট কষিয়ে নিব। এরপর নাগা মরিচ দিয়ে আরও ৫ মিনিট রান্না করবো। এরপর নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব।
৫.এবার গরম গরম ভাতের সাথে নাগা মরিচ দিয়ে শুটকি ঝাল ফ্রাই পরিবেশন করবো।