রেসিপি

কুমড়ো পাতায় শুটকি বড়া

কুমড়ো পাতায় শুটকি বড়া

Shutkiz নিবেদিত

হুঁনি রাঁধনত গুনী হন

Tanjina Chowdhury

রেসিপিঃ কুমড়ো পাতায় শুটকি বড়া

যা যা লাগবেঃ

  • লইট্টা শুটকি ৫০গ্রাম
  • কুমড়ো পাতা ৫/৬টা
  • সরিষার তেল ১/৩কাপ
  • পেয়াজ ১ কাপ
  • রসুন৷ ১/৩ কাপ
  • টমেটো ১/২ কাপ
  • পেয়াজ পাতা ১/৩ কাপ
  • কাচা মরিচ ১/২ টেবিল চামচ
  • লাল মরিচের গুড়া ১চা চামচ
  • জিরা গুড়া ১চা চামচ
  • হলুদের গুড়া ১/২ চা চামচ
  • লবন পরিমান মতো
  • ধনিয়া পাতা পরিমান মতো

যেভাবে রান্না করবেনঃ

  • কুমড়ো পাতা গুলো প্রথমে ভালোভাবে ধুয়ে অল্প লবন মাখিয়ে রাখুন।
  • শুটকি গুলো পরিস্কার করে মাঝারি আকারে কেটে নিন।
  • চুলায় পরিমান মতো পানি বসিয়ে,তা ফুটে উঠলে তাতে অল্প লবন দিয়ে শুটকি গুলো ১০ মিনিট সেদ্ধ করে নিন।
  • সেদ্ধ হয়ে গেলে স্ট্রেইনার এ নিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিন।
  • ঠান্ডা পানি দিয়ে কয়েকবার করে শুটকি গুলো পরিষ্কার করে নিন।
  • এরপর মাঝখানের কাটা টা ফেলে দিয়ে শুটকি গুলো হাত দিয়ে ভালভাবে চটকে ছোট ছোট করে ছিড়ে নিন।
  • ফ্রাইপেনে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষন ভেজে নিন।
  • পেঁয়াজ এর রঙ পরিবর্তন হয়ে এলেই একে একে রসুন কুচি,পেয়াজ পাতা কুচি ও টমেটো কুচি দিয়ে দিন। পেয়াজ পাতা কেউ না চাইলে না দিতে পারেন।
  1. এরপর পরিমানমতো লবন দিয়ে ৩/৪ মিনিট কষিয়ে নিন।
  2. এবার চটকানো শুটকি টা দিয়ে আরো ২/৩ মিনিট কষান।
  3. এরপর একে একে সব গুড়া মসলা গুলো দিয়ে ভালভাবে কষিয়ে নিন।এই রান্নায় কোনো পানি ব্যবহার করা হবে না।পেয়াজ এর রসেই হয়ে যাবে।
  4. ৫ মিনিট পর কাচা মরিচ কুচি,ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে ফেলুন।কাচা মরিচের পরিমান পছন্দ অনু্যায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন।
  5. এবার কুমড়ো পাতা গুলো বিছিয়ে নিয়ে তাতে পরিমান মতো শুটকি ভুনা দিয়ে সুবিধা মত ভাজ করে নিন।ডাটার অংশটুকু ভালভাবে ছিড়ে নিবেন,নাহয় ভাজ খুলে যাওয়ার সম্ভাবনা থাকে।
  6. ফ্রাইপেনে তেল গরম করে দুই দিক ভালভাবে ভেজে নিন।
  7. এই পুরা রান্নাটা করা হয়েছে সরিষার তেলে।
  8. আমি এখানে লইট্টা শুটকি ব্যবহার করেছি আপনারা ছুড়ি শুটকি,চ্যাপা শুটকি,ফাইস্যা শুটকি ও ব্যবহার করতে পারবেন।
  9. ভাজার সময় খেয়াল রাখবেন,ভাজ করা অংশটা যেন নিচের দিকে থাকে তাহলে ওই অংশটা ভাজা হয়ে আটকে যাবে,খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর।
  10. এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর মন ভরে উপভোগ করুন😊😊😊

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *