কাঁচকি শুটকি রেসিপি, রেসিপি

কাঁচকি শুটকির ঝালগোল্লা

কাঁচকি শুটকির ঝালগোল্লা

Shutkiz নিবেদিত

হুঁনি রাঁধনত গুনী হন

বিবি রোকেয়া চাঁদনী

শুটকি চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার । চট্টগ্রামের মানুষ শুটকি পছন্দ করে না এমন মানুষ কম। শুটকিতে অনেক ময়লা থাকে।শুঁটকিরান্নার প্রধান কাজ শুঁটকিকে ভালো করে পরিষ্কার করা।

আমার আজকের রেসিপি খুব অল্প উপকরণ দিয়ে তৈরি…

রেসিপি নাম: কাঁচকি শুটকির ঝালগোল্লা

প্রয়োজনীয় উপকরণ :

  • কাঁচকি শুটকি – ৫০ গ্রাম।
  • পেঁয়াজ কুঁচি – ১/২কাপ
  • রসুন – ৪/৫ কোয়া
  • সয়াবিন তেল- ১/৪ কাপ
  • শুকনো মরিচ -৫টি
  • ধনেপাতা/লেবু -পরিমাণমতো
  • লবণ— স্বাদ মত

প্রস্তুত প্রণালী

প্রথমে কাঁচকি শুটকি নিতে হবে।চালনি বা ঝুরিতে চেলে নিতে হবে।যাতে শুকনো ময়লাগুলো চলে যায়। এর পর গরম পানিতে ১/২ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। ১/২ ঘন্টা পরে প্যানে তেল দিয়ে।

পিঁয়াজ, রসুন, কাঁচকি শুটকি ও শুকনো মরিচ ভেজে নিতে হবে। এরপর ঠান্ডা হলে লবণ ও লেবু ছাড়া সব উপকরণ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করার পর এবার লবণ ও লেবুর রস দিয়ে মেখে নিলেই হয়ে যায় যাবে ঝাল ঝালগোল্লা কাঁচকি ঝালগোল্লা
এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এ ঝালগোল্লা। নিমিষেই কয়েক প্লেট ভাত খাওয়া যাবে।

…….ধন্যবাদ……সবাইকে….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *